বিষয়: রজনীকান্ত সেনের গান।
গান সংখ্যা:
১৮৯
শিরোনাম: নিষ্প্রভ কেন চন্দ্র তপন


   ঝিঁঝিঁট- ঝাঁপতাল
নিষ্প্রভ কেন চন্দ্র তপন,
স্তম্ভিত মৃদু গন্ধবহন,
ধীর তটিনী মন্দ গমন,
স্তব্ধ সকল পাখী।
সজল করুণা যত নয়ান,
শুষ্ক মলিন নত বয়ান,
লক্ষ শোক নিহিত বক্ষে
দুঃখ উঠিছে জাগি’
ত্যক্ত সকল সুখ-বিলাস,
উষ্ণ বিফল দুখ-নিশাস,
“হা বান্ধব” উঠিছে ভাষ,
অন্তর তল থাকি’।
বৃদ্ধ যুবক অর্থী নিঃস্ব,
হা হা রবে পূরিল বিশ্ব,
শোক-মুগ্ধ নিখিল বঙ্গ,
সৌম্য হে তব লাগি’।