বিষয়:
রজনীকান্ত সেনের গান।
গান সংখ্যা: ১৯০
শিরোনাম: নীরব অবনী, রাণীর উমা
বেহাগ–আড়াঠেকা
নীরব অবনী, রাণীর উমা কোলে;
একান্ত বিবশা, ভাসে নয়নজনে।
কাল হবে যে গৌরীহারা,
কেঁদে কেঁদে হ’ল সারা,
অভাগিনী রাণীর দুখে পাষাণ যায় গ’লে।
রাণী ক্ষণে চাহে পূর্ব্বাকাশে,
থর থর কাঁপে ত্রাসে,
ক্ষণে চাহে মায়াময়ীর মুখকমলে।
ক্ষণে চেপে ধরে বুকে,
ক্ষণে চুমে ফুল্ল মুখে,
“জাগো রে দুখিনীর বাছা জাগো!” ব’লে।
নয়নে পলক পড়ে,
তাহে অশ্রু,–দৃষ্টিবাধা পলে পলে।
“কাল উড়ে যাবে প্রাণের পাখী,
ভালো ক’রে দেখে রাখি,”
ব’লে, রাণী কেঁদে লুটে ধরাতলে।
প্রভাতে উদিলে রবি,
ধুয়ে মুছে যাবে সবই,
সুখ, শান্তি মায়ের সাথে যাবে চ’লে।
বিবশা, লুটায়ে ধরা,
বলে, “জাগ্, মা, দুখ-পাশরা!
‘মা’ ব’লে ডাক্, সব ফুরাবে প্রভাত হ’লে।
রাত পোহায়, মা, নয়ন মেল,
‘মা’ ‘মা’ বল, সময় গেল;
শুনে রাখি, শুন্বো না তো, এ দুখে ম’লে।
কান্ত বলে, সব শিয়রে
যে জগৎ চিরতরে,
সেই মা ঘুমায় মায়ের বুকে, কি লীলার ছলে!