বিষয়:
রজনীকান্ত সেনের গান।
গান সংখ্যা: ১৯২
শিরোনাম: নীল নভঃতলে চন্দ্র তারা জ্বলে
নীল নভঃতলে চন্দ্র তারা জ্বলে
হাসিছে ফুলরাণী ফুলবনে।
হরষ-চঞ্চল সমীর সুশীতল
কহিছে শুভ কথা জনে জনে।
মধুর মধুমাসে, আকুল অভিলাষে
ধরণী-নিশাকাশে প্রকৃতি মৃদু হাসে,
কুজিছে পিক-বধূ ছড়ায়ে প্রাণমধু,
আজি কি রবে বসি’, নিরজনে?
বক্ষে বাঁধি,’ আশা, হরষ ল’য়ে প্রাণে,
লক্ষ্যে রাখি’ আঁখি, চলিবে সাবধানে,
হের এ উৎসব যাঁহার করুণায়–
তিনি তো উৎসাহ-প্রদান-বাসনায়
মোদের সনে সুখে মিলিত হাসিমুখে,
জ্ঞানের মধু-ফল বিতরণে!