বিষয়:
রজনীকান্ত সেনের গান।
গান সংখ্যা: ১৯৫
শিরোনাম: পাতকী বলিয়ে কি গো
মিশ্র বেহাগ-যৎ
পাতকী বলিয়ে কি গো, পায়ে ঠেলা ভালো হয়?
তবে কেন পাপী তাপী, এত আশা করে রয়?
করিতে এ ধূলাখেলা, অবসান হ’ল বেলা,
যারা এসেছিল সাথে, ফেলে গেল অসময়।
হারাইয়ে লাভে মূলে, মরণের সিন্ধু-কূলে
পথশ্রান্ত দেহখানি টানিয়া এনেছি হায়!
জীবনে কখন আমি ডাকিনি, হৃদয়-স্বামি!
(তাই) এ অদিনে এ অধীনে ত্যজিবে কি দয়াময়?