বিষয়:
রজনীকান্ত সেনের গান।
গান সংখ্যা: ১৯৬
শিরোনাম: পাপ রসনা রে, হরি বল
রাগিনী কাফি সিন্ধু-কাওয়ালী
পাপ রসনা রে, হরি বল;
ওরে, বিপদভঞ্জন হরি, ভকত-বৎসল;
নাম, কর রে সম্বল,
সার, কর পদতল।
হরিপদ-ছায়া-তলে যে-জন শরণ লয়,
তার কি বিপদভীতি রাখে দয়াময়?
তারে, বিতরি’, অভয়,
দেয়, শরণ অচল।
চেতনা দিয়াছে যেই, চেতনা থাকিতে তোর,
ডাক্ সে চেতনাধারে ত্যাজি’ ঘুমঘোর,
যেন, দুনয়নে লোর,
নামে, বহে অবিরল।