বিষয়:
রজনীকান্ত সেনের গান।
গান সংখ্যা: ১৯৯
শিরোনাম: প্রভাতে যাহারে হৃদয়
মিশ্র খাম্বাজ-কাওয়ালী
প্রভাতে যাহারে হৃদয় মাঝারে
আদরে বরিয়া আনি;
আঁধার নিশায় কোথা সে মিশায়
ভাঙ্গিয়া হৃদয়খানি;
আশা নিরাশায় ব্যথিত পরাণ;
রুদ্ধকণ্ঠে বিদায়ের গান
অশ্রুসিক্ত, বেদনালিপ্ত;–
–দুখে নাহি সরে বাণী।
তোমার প্রতিভা, তব গুণপনা,
এ জীবনে প্রভু, কভু ভুলিব না,
জানিনে আমরা তোমার আদর–
–কেবল কাঁদিতে জানি।
লহ্ এ মুগ্ধ হৃদয় অর্ঘ্য
ভুলো না তোমার সেবকবর্গ,–
শুষ্ক এ অভিনন্দনমালা–
ছিন্ন ক’রো না টানি’।
প্রেক্ষাপট: রাজশাহী কলেজিয়েট
স্কুলের কোনো একজন শিক্ষকের বিদায় অনুষ্ঠান-এর জন্য এই গানটি রচনা করেছিলেন।
[সূত্র: রজনীকান্তের
গান। শান্তিলতা দেবী। দেশ, বিনোদন, ১৩৯১।]