বিষয়: রজনীকান্ত সেনের গান।
গান সংখ্যা:
২০৫
শিরোনাম: প্লাবিত গিরিরাজ-নগর


  কীর্ত্তন ভাঙ্গা সুর
জলদ একতালা
 (হ্রস্ব-দীর্ঘ-উচ্চারণ ভেদে পাঠ্য ও গেয়)
প্লাবিত গিরিরাজ-নগর,
কি পুলক মকরন্দে;
জলদ টুটিল, জলজ ফুটিল,
ভ্রমর ছুটিল গন্ধে।
ঝর ঝর করে শত নির্ঝর
শীতল-জল-বাহী;
পরভূত-কুল আকুল, মুখে
জননী-গুণ গাহি’
বহিল স্নিগ্ধ মলয় মন্দ,
সিঞ্চি’ অমৃত দেহে,
বিগত সকল রোগ, শোক,
হরষিত প্রতি গেহে।
দীন-ভবন, তূর্ণ হইল
পূর্ণ, রজত-হেমে;
দ্বেষ-রহিত চিত্ত হইল
পূর্ণ, জগৎ-প্রেমে।
ভোজন, কত পান, দান,
গীত, বাদ্য, নৃত্য;
মুখরিত অবিরাম নগর,
উৎসব নব, নিত্য।
বঞ্চিত সুখে, কান্ত অধম,
প্রান্তর-তল-বাসী;
(কবে) সিদ্ধি-শরৎ-উদিবে, মিলিবে
চরণ, কলুষ-নাশী।