বিষয়:
রজনীকান্ত সেনের গান।
গান সংখ্যা: ২০৬
শিরোনাম: ফুটিতে পারিত গো
লাউনি−কাওয়ালী
ফুটিতে পারিত গো, ফুটিল না সে।
মরমে ম’রে গেল, মুকুলে ঝ'রে গেল,
প্রাণ-ভরা-আশা-সমাধি-পাশে।
নীরসতা-ভরা, এ নিরদয় ধরা,
শুকায়ে দিল কলি, উষ্ণ শ্বাসে;
দু’দিন এসেছিল, দু’দিন হেসেছিল,
দু’দিন ভেসেছিল, সুখ-বিলাসে।
না হ’তে পাতা দু’টি, নীরবে গেল টুটি,
বাসনাময় প্রাণ শুধু পিয়াসে;
সুখ-স্বপন সম, তপ্ত বুকে মম,
বেদনা বিজড়িত স্মৃতিটি ভাসে।
গ্রন্থভুক্তি
১. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, নবম খণ্ড, ১৫ সংখ্যক গান । [সাধারণ ব্রাহ্মসমাজ (১১ মাঘ ১৪০৭ বঙ্গাব্দ)] ।
প্রাসঙ্গিক বিষয়:
স্বরলিপিকার:
সঙ্গীত
বিষয়ক তথ্যাবলী
রাগ: লাউনি
তাল: ত্রিতাল
পর্যায়: ব্রহ্মসঙ্গীত
গ্রহস্বর: সন্