বিষয়:
রজনীকান্ত সেনের গান।
গান সংখ্যা: ২০৮
শিরোনাম: বল কি দিয়ে পূজিব
(বল) কি দিয়ে পূজিব ও-চরণ!
দীন অকিঞ্চন মলিন হৃদয় ল’য়ে
কেমনে করিব, দেব, তব আবাহন!
সৌম্য মধুর তব শান্তোজ্জ্বল দেহ,
বদনে নীতি-কথা, নয়নে প্রীতি-স্নেহ,
বিপুল শাস্ত্ররাশি, মোহধ্বান্ত নাশি’;
বিতরিছ দিশি দিশি পূণ্য-কিরণ।
বরষে বরষে, গুরো, কত না আদর করি’
ধর্ম্মনীতি দিয়ে যাও এ দীন হৃদয় ভরি’;
হিয়া কি পাষাণ হায়, রেখা নাহি পড়ে তায়!
কি হবে উপায়? দেব, কর নিরূপণ’।