বিষয়:
রজনীকান্ত সেনের গান।
গান সংখ্যা: ২১২
শিরোনাম: বিশ্ব-বিপদ-ভঞ্জন
আলেয়া−একতালা
বিশ্ব-বিপদ-ভঞ্জন, মনোরঞ্জন, দুখহারী;
চিত-নন্দন, জগবন্দন, ভব-বন্ধন-বারি;
সর্ব্ব-মূরতি আকৃতি-হীন, পঞ্চভূত-প্রকৃতি-লীন;
দীন-হীন-বন্ধু, করুণা-সিন্ধু, চিত-বিহারী!
নির্ব্বিকার বাসনা-শূন্য, সর্ব্বাধার পরম-পূণ্য,
অজনক বিভু, জগত জনক, বহিরন্তরচারী।
পাপ-তিমির-চন্দ্র-তপন, নাশ তাপ, মোহ-স্বপন,
করহ প্রেম বীজ বপন, সিঞ্চি’ ভকতি-বারি!