বিষয়:
রজনীকান্ত সেনের গান।
গান সংখ্যা: ২১৭
শিরোনাম: ভাব্ দেখি মন
বাউলের সুর-তাল কাহারবা
ভাব্ দেখি মন, কেমন ওস্তাদ সে,−
যে, এই দিন দুনিয়া গ’ড়েছে।
বলিহারি, কি বন্দোবস্ত!
অবাক্ হ’য়ে চেয়ে আছে, পণ্ডিত সব মস্ত;
তারা হাঁ ক’রে ঐ দেখছে ব’সে রে,−
কি কাজ হ’চ্ছে আকাশে!
চাঁদ করে, ভাই, মোদের প্রদক্ষিণ,
সূর্য্যি ঠাকুর বে’ড়ে ঘুরি আমরা রাত্রি দিন,
(আবার) সূর্য্যি ঘোরেন কার চারদিকে রে,−
জিজ্ঞেস্ কর্ বৈজ্ঞানিকে!
সেই বা কেমন মজার ঘূরণ, পাক,
পথ ছেড়ে এক ইঞ্চি যায় না, তার এমনি হাতের তাক,
(আবার) পাকে পাকে রাস্তা এগোয় রে,−
তারো, সময় বেঁধে দিয়েছে।
বল্ দেখি এই সৌর পরিবার।
এদের, খেলার প্রাঙ্গণ ঈথার-সিন্ধু কয় যোজন বিস্তার
তবু, ওটা অসীম শূন্যের ক্ষুদ্র অণু রে,
বল্, কার খবর বা কে রাখে?
আলো, এক নিমিষে লক্ষ যোজন ধায়;
আবার, আট মিনিটে সূর্য্যি হ’তে ধরায় পৌঁছে যায়;
এমন, তারা আছে কত কোটি রে,
যাদের, আলো আসে তিন মাসে!
আবার এমন তারা কতই আছে, ভাই,
যাদের আলো, হাজার বছর রাস্তায় আছে,
আজো পৌঁছে নাই!
এখন, বলুন দেখি পণ্ডিতের গোষ্ঠী,
তবে আছে রে কত দূরে!
কান্ত বলে, বুঝ্বি আর কিসে,−
ভাব্তে গেলে মাথা ঘোরে হারিয়ে যায় দিশে;
প্রতি অণু হ’তে সূর্য্য-মণ্ডল রে,−
কি সুতোয় সে গেঁথেছে!