বিষয়: রজনীকান্ত সেনের গান।
গান সংখ্যা:
২১৮
শিরোনাম: ভাসা রে জীবন-তরণী


   বাউলের সুর-কাহারোয়া
ভাসা রে জীবন-তরণী ভবের সাগরে,
যাবি যদি ও পারের সেই অভয়-নগরে।
(যেন) মন-মাঝি তোর দিবানিশি রয় হা’লে ব’সে;
(আর) ভজন-সাধন দাঁড়ি দু’টো দাঁড় মারে ক’সে!
(তোর) প্রেম মাস্তুলে সাধু-সঙ্গের পা’ল তুলে দে ভাই,
(বইবে) সুখের বাতাস, চেয়ে দেখ্ তোর অদৃষ্টে মেঘ নাই।
(ওরে) হামেশা তুই দেখিস্ ধরম দিগ্-দর্শনের কাঁটা।
(আর) তাক্ ক’রে ভাই তালি দিস্ স্বভাবের ফুটো-ফুটো।
(তুই) মাঝে মাঝে দেখ্‌তে পাবি পাপ-চুম্বকের পাহাড়,
(মাঝি) টের পাবে না, টেনে নিয়ে জোরে মার্‌বে আছাড়।
(ওরে) সেইটে ভারি কঠিন বিপদ, চোখ রেখে ভাই চলিস্।
(আর) মাঝি দাঁড়ি এক হয়ে ভাই, মুখে হরি বলিস্।
(ওরে) এ পারে তোর বাসা রে ভাই, ঐ পারে তোর বাড়ী;
(এই) কথাগুলো খেয়াল রেখে, জামিয়ে দে’রে পাড়ি।