বিষয়: রজনীকান্ত সেনের গান।
গান সংখ্যা:
২২০
শিরোনাম: ভেদ-বুদ্ধি, ছাড়, 'দুর্গা’


ভেদ-বুদ্ধি, ছাড়, 'দুর্গা’, হরি’, দুই তো নয়,
একেরি দুই পরিচয়।
কালী, দুর্গা, হরি, কৃষ্ণ,
একই ব্রক্ষশাস্ত্রে কয়;
শাক্ত হ’লে হরি-দ্বেষী
তার যে ভজন বিফল হয়।
আবার, হরি-ভক্ত, শাক্তে হিংসা
ক’র্‌লে অনন্ত নিরয়,
শাক্ত, দে ভাই ‘হরি-ধ্বনি’,
বৈষ্ণব, বল ‘কালীর জয়’।