বিষয়:
রজনীকান্ত সেনের গান।
গান সংখ্যা: ২২৩
শিরোনাম: মধু মঙ্গল-গোধুলি
‘ঐ ভৈরবে বাজিছে বিকট ভয়াবহ’−সুর
(মধু) মঙ্গল-গোধুলি-পরিণয়-উৎসব
−দরশনে আকুল প্রাণ,
আইল ঋতুপতি কুসুমমাল্য ল’য়ে
স্নিগ্ধমলয়, পিকতান।
এ শুভ মধুর প্রদোষ,
(তব) ভাগ্যগগনে, আজি, উদিল শুভগ্রহ
পূর্ণবিমলপরিতোষ;
আশীর্ব্বাদ করিছে মুহুঃ বরিষণ,
শিরে তুলি’ লহ দেবদান।
দুঃখ দৈন্য সব দূর;
লক্ষ্মীস্বরূপিণী আন গৃহে, ধন
ধান্যে হইবে ভরপুর;
বিশ্বনাথপদে প্রণম ভক্তিভরে,
বল, “জয় করুণা-নিধান”!