বিষয়:
রজনীকান্ত সেনের গান।
গান সংখ্যা: ২২৫
শিরোনাম: মন তুই ভুল ক'রেছিস্
বাউলের সুর-আড় খেম্টা
মন তুই ভুল ক'রেছিস্ মূলে!
বাজে গাছ বাড়তে দিলি,
এখন, কেমনে ফেল্বি শিকড় তুলে?
ভেঙ্গে সব মজুত টাকা, বাড়ীটি ত কর্লি পাকা,
পছন্দের বলিহারি যাই, ঐ ভাঙ্গন-নদীর ভাঙ্গা কূলে!
দু'টাকা আস্ত যখন, পয়সাটি রাখ্লে তখন
তহবিল বাড়্ত ক্রমে, বাড়ল না তোর ভুলে;
তোর আয় দেখে মন ঘুর্ল মাথা,
ভুলে গেলি তুই শেষের কথা,
দু'হাতে লুটিয়ে দিলি, এখন কাঁদিস্ ব'সে সব ফুরুলে।
ছিলি তুই ঘুমের ঘোরে, সব নিলে দু'জন চোরে,
কেন তুই রেখেছিলি, সদর দুয়ার খুলে?
প্রাণে, প্রথম যখন প'ড়্ল ঢালি, কু-বাসনার পাত্লা কালি,
উঠ্তো রে তুল্লে তখন, এখন কি আর যায় রে ধুলে?
ব্যারামের সূত্রপাতে, গর-রাজী ওষুধ খেতে;
কুপথ্য কর্লি, এখন গেছে হাত-পা ফুলে;
কান্ত বলে, আকাশ জুড়ে, মেঘ ক'রেছে দেখ্লি দূরে,
কি বুঝে ধ'র্লি পাড়ি, এখন, ঝড় এল মন, ডোব্ অকূলে।