বিষয়: রজনীকান্ত সেনের গান।
গান সংখ্যা:
২২৬
শিরোনাম: মা, আমি যেমন তোর


প্রসাদী সুর-(দ্বিতীয়)
জলদ একতালা
মা, আমি যেমন তোর মন্দ ছেলে,
আমায়, ঝাঁটা মেরে খেদিয়ে দিত,

এই পৃথিবীর বাপ্ মা হ’লে।
ব’ল্‌তো, “শাস্তি পেতাম, হাড় জুড়ুতো,
এই অভাগা নচ্ছরটা ম’লে;”
ব’ল্‌তো, “এটাকে সে নেয় না কেন?”
এত লোককে যমে নিলে।"
তোর, এ কি দয়া, কি মম্‌তা!
ভাব্‌তে ভাসি নয়ন-জলে;
এই, বাপ-তাড়ান, মা-খেদান,
অধমটা তুই দিস্‌নে ফেলে।
আমার, এখনও যে শ্বাস বহে গো,
শারীর-যন্ত্র দিব্য চলে;
ওমা, এখনও যে আমার ক্ষেতে,
বিপুল সোনার শস্য ফলে।
আমার, গাছে মিষ্টি আম ধরে গো,
সাজে বাগান নানা ফুলে;
আমায়, চাঁদ সুধা দেয়, রৌদ্র রবি,
মেঘে বৃষ্টি-ধারা ঢালে।
তুই তো, বন্ধ ক’ল্লে ক’ত্তে পারিস্,
তোর, অসাধ্য কি ভূমণ্ডলে?
কান্ত বলে, ছেলে কেমন, আর

মা কেমন, তাই দেখ্ সকলে।