বিষয়: রজনীকান্ত সেনের গান।
গান সংখ্যা:
২২৮
শিরোনাম: মা কখন এলে, কখন গেলে


   প্রসাদী-সুর
মা কখন এলে, কখন গেলে?
এবার রোগের জ্বালায় পাইনি দেখ্‌তে
চরণ দুটি নয়ন মেলে!
কার বাড়ী অনাদর হ'ল, কার বাড়ী বা ভক্তি পেলে;
উপোস হ'ল কোথায় বল্, মা, প্রীতির অন্ন কোথায় খেলে?
ঘিয়ে লুচি ভোগ দিলে কে, কেবা ভেজে দিলে তেলে;
কার বাড়ী মা ফাউলকারি, ভোগ দিলে কে আতব চেলে?
কে দিলে, মা, শ্রীচরণে ভক্তিপুষ্পাঞ্জলি ঢেলে,
কেবা মদ দিয়ে সহস্রধারায় মনের সুখে স্নান করালে?
নিন্দার ভয়ে কৌলিক রক্ষা ...‌‌, মা, কোন্ সুবোধ ছেলে;
জাঁকজমক দেখালে কেবা ঝাড়লণ্ঠনে বাতি জ্বেলে?
কার পূজা বা নব্য মতে, কার পূজা নেহাৎ সেকেলে;
এ দারুণ দুর্দ্দিনে হলি অন্নপূর্ণা কার হেঁসেলে?
কে দিলে মা রেলির কাপড়, দিশি তাঁতের বস্ত্র ফেলে;
কোন্ পুরুত তিন বাড়ীর পূজা ক'রে বেড়ায় অবহেলে?
কোন্ পূজকের মুখে মন্ত্র, মন রয়েছে লুচির থালে,
আর কিছু বলুক না বলুক, ‌‌'ভ্যো নম'টা বলেই বলে।
কান্ত বলে শোন্ মা, তারা, আসছে বছর আবার এলে,
না ও যদি মারিস্ প্রাণে, এই অসুরগুলো পুরিস জেলে।