বিষয়:
রজনীকান্ত সেনের গান।
গান সংখ্যা: ২২৯
শিরোনাম: মা, তুমি ভাব্ছ মনে
পিলু-গড়খেম্টা
মা, তুমি ভাব্ছ মনে,
"এত কাঁদি, শিব টলে না;"
চেননি নিজের মেয়ে,
এ যে কে, তা কেউ বলে না।
তিন দিন বন্ধ ক'রে,
রাখ, মা নিজের ঘরে,
জগতের কাজ ভেসে যায়,
আমার কাজের ফল ফলে না।
তোমারে ভালবেসে,
এ হেথা থাকে এসে;
একাকী শিব কিছু নয়,
আমায় দিয়ে কাজ চলে না।
ব'লব কি আমার কষ্ট,
বাড়ীঘর সবই নষ্ট,−
শক্তিহীন হয়ে, আমার,
ঘরে সাঁঝের দীপ জ্বলে না।
কান্ত কয়, তত্ত্ব-কথা
ছড়ান্ শিব যথা তথা;
জননীর স্নেহের কাছে,
ওসব কথায় ডাল গলে না।