বিষয়: রজনীকান্ত সেনের গান।
গান সংখ্যা:
২৩৪
শিরোনাম: মায়ের দেওয়া মোটা


   মূলতান
গড় খেম্‌টা

মায়ের দেওয়া মোটা কাপড়
মাথায় তুলে নে রে ভাই;
দীনদুঃখিনী মা যে তোদের
তার বেশি আর সাধ্য নাই।
ঐ মোটা সুতোর সঙ্গে, মায়ের
অপার স্নেহ দেখ্‌তে পাই;
আমরা, এমনি পাষাণ, তাই ফেলে ঐ
পরের দোরে ভিক্ষে চাই।
ঐ দুঃখী মায়ের ঘরে, তোদের
সবার প্রচুর অন্ন নাই,
তবু, তাই বেচে কাঁচ, সাবান, মোজা,
কিনে কল্লি ঘর বোঝাই।
আয় রে আমরা মায়ের নামে
এই প্রতিজ্ঞা ক'রব ভাই;
পরের জিনিষ কিন্‌‌‌বো না, যদি
মায়ের ঘরের জিনিষ পাই।


ভাবসন্ধান: ব্রিটিশ ভারতে স্বদেশী আন্দোলনের সময় রজনীকান্ত সেন এই গান রচনা করেছিলেন। এই গানে বিদেশী চমকদার পণ্য ত্যাগ করে নিজ দেশে উৎপন্ন দ্রব্য ব্যবহার করার জন্য স্বদেশবাসীর কাছে আহ্বান করা হয়েছে। মানের বিচারে দেশের পণ্য যতই হীন হোক, তবু তা নিজের। উদাহরণ হিসেবে তিনি বলছেন বিলেতি কলের সূক্ষ্ম বস্ত্রের জৌলুস আছে, কিন্তু দেশে উৎপন্ন মোটা কাপড়ের আছে দেশমাতার স্নেহময়ী স্পর্শ। দেশে দেশে অন্ন বস্ত্রের হাহাকার, তারপরেও শেষ সম্বল বিক্রয় করে দেশবাসী বিদেশী পণ্য কিনে ঘর বোঝাই করছে, কবির কাছে এটি পরম আক্ষেপের বিষয়। যদি দেশী পণ্য থাকে, তবে তার বদলে বিদেশী পণ্য কিনবো না কবি এই গানে সবাইকে এই প্রতিজ্ঞায় আবদ্ধ হতে আহ্বান করছেন।