বিষয়: রজনীকান্ত সেনের গান।
গান সংখ্যা:
২৩৫
শিরোনাম: মুক্ত প্রাণের দৃপ্ত বাসনা


   ভৈরবী মিশ্র
জলদ একতালা
‘মুক্ত প্রাণের দৃপ্ত বাসনা
তৃপ্ত করিবে কে?
বদ্ধ বিহগে মুক্ত করিয়া
উর্দ্ধে ধরিবে কে?
রক্ত বহিবে মর্ম্ম ফাটিয়া,
তীক্ষ্ণ অসিতে বিঘ্ন কাটিয়া,
ধর্ম্ম-পক্ষে শর্ম্ম-লক্ষ্যে
মৃত্যু বরিবে কে?
অক্ষয় নব কীর্ত্তি-কিরীট
মাথায় পরিবে কে?
বলিয়া সেদিন হুঙ্কার ছাড়ি’
ছিন্ন করিনু পাশ,
(হায়) ধর্ম্মের শিরে নিজেরে রসায়ে
করিনু সর্ব্বনাশ!
চেয়ে দেখি, কেহ নাহি-অনুচর,
মোর ডাকে কেহ ছাড়িবে না ঘর,
আমার ধ্বনির উত্তরে শুধু
মানবের পরিহাস;
(আমি) ধর্ম্মের শিষের নিজেরে বসায়ে
করেছি সর্ব্বনাশ!
এই অন্ধ, মত্ত উদ্যমে আমি
বাড়াতে আপন মান,
সিদ্ধিদাতারে গণ্ডী-বাহিরে
করিনু আসন দান;
তাই বিধাতারা হইল বিরাগ,-
ভেঙ্গে দিল মোর শিবহীন যাগ,
সকল দম্ভ, ধূলায় ফেলিয়া
আজ ডাকি, ভগবান্।
হে দয়াল, মোর ক্ষমি’ অপরাধ
কর তোমাগত প্রাণ!