বিষয়:
রজনীকান্ত সেনের গান।
গান সংখ্যা: ২৩৬
শিরোনাম: মোরে এ উৎকট ব্যাধি
মিশ্র ভৈরবী−কাওয়ালী
(মোরে) এ উৎকট ব্যাধি দিয়ে,
এ সঙ্কটে ফেলে নিয়ে,
বুঝাইয়া দিলে যবে
সকল চিকিৎসাতীত,
না হইলে নিরুপায়
নিলাজ ফেরে না হায়;
তাই শরণ লইতে হ’লো
তোমারি চরণে পিতঃ।
যার বেটা এ সংসারে
তীব্রতম আকর্ষণ,
তাই আগে ছিন্ন করি’
ফিরাইয়া লহ মন;
নতুবা সংসারে মজি’
তোমারে ভুলিয়া থাকি,
ধুলো নিয়ে খেলা করি−
তোমারে তো নাহি ডাকি!
মধুরে ডেকেছ তবু
চেতনা হয়নি প্রভু,
অবিশ্রান্ত কশাঘাত
না হ’লে কি জাগে চিত?
দীর্ঘ দিবা রাত্রি পেয়ে
বেত্রাঘাত অনিবার,
বুঝিলাম যবে পিতঃ
এ শুধু স্নেহের মার;−
এটুকু সহিতে হবে,
নতুবা কি হতে পারি−
অনশ্বর সে অনন্ত
আনন্দের অধিকারী?
তিক্ত ভেষজের মত
রোগের যন্ত্রণা যত,
ব্যাধিমুক্ত ক’রে সখা
খেতে দিবে প্রেমামৃত।