বিষয়: রজনীকান্ত সেনের গান।
গান সংখ্যা:
২৩৭
শিরোনাম: মোহ-রজনী ভোর হইল


 মোহ-রজনী ভোর হইল, জাগ নগরবাসী,
পূর্ব্ব গগনে সূর্য্য-কিরণ, দুঃখ-তিমির-নাশী।
আর্য্যকীর্ত্তি-মধুর গান,
বিহগ ঢালিছে অমিয়-প্রাণ,
যশ-পরিমল-পূর্ণ-পবনে কুসুম উঠিছে হাসি’।
পাশরি’ সকল দুঃখ দ্বন্দ্ব,
প্রাণে প্রাণে মিলনানন্দ,
জাগ জাগ, হের জগৎ উৎসব অভিলাষী।
কত মরকত কাঞ্চনমণি,
জ্ঞান ধরম নীতির খনি,
কুণ্ঠিত নহ লুণ্ঠিত হেরি অতুল বিভব-রাশি।
অলসে ঘুমায়ে রহিও না আর,
উৎসবে ঢালো প্রাণ তোমার,
হাসিছে বিশ্ব হেরি,’ তোমারে ক্ষণিক সুখ-বিলাসী।