বিষয়: রজনীকান্ত সেনের গান।
গান সংখ্যা:
২৩৯
শিরোনাম: যদি কেঁদে কেঁদে এমন


   সিন্ধু খাম্বাজ-মধ্যমান
যদি কেঁদে কেঁদে এমন হব, তারা,
আমি নয়ন-তারা-হারা হ’য়ে
হারাই যদি নয়ন-তারা;
 
(এ তিন) দিনের দেখা ও ফুরিয়ে যাবে,
অন্ধ মা তোর, হাত বাড়াবে,
তখন, যেথা থাকিস আসিস্ কোলে,
(নইলে) ছুট্‌বে বুকে রক্তধারা।
(আমি) তোর বিরহের দুখ্-পাথারে,
ম’লাম ডুবে দেখ্‌লি না রে!
কান্ত বলে, প্রবোধ মিছে,
কই পাথারের কূল-কিনারা?