বিষয়: রজনীকান্ত সেনের গান।
গান সংখ্যা:
২৪০
শিরোনাম: যদি পার হ’তে তোর


যদি পার হ’তে তোর মন থাকে পথিক, যা রে,
খেয়া ঘাটের পাট্‌‌‌‌‌নি এসেছে।
কারও কাছে নেয় না কড়ি, এম্‌নি গুণের মাঝি,
কাণা, খোঁড়া, অন্ধ, আতুর, সবার উপর রাজী গো।
নাম শুনেছি “দয়াল মাঝি”, কেউ জানে না বাড়ী;
ঝড় বাতাসে ডর করে না, জমায় সোজা পাড়ি গো।
সার কাঠের সেই অক্ষয় বজ্‌রা, চলে আপন বলে,
যে দিক থেকে বাতাস উঠুক, সোজা যাবে চ’লে গো।
যদি, বেলাবেলি ঘাটে যাবি, হাল্‌কা হ’য়ে চ’লবি
খুলে ফেল্ তোর্ পায়ের বেড়ী, ফেলে দে তোর তল্‌পি গো।