বিষয়: রজনীকান্ত সেনের গান।
গান সংখ্যা:
২৪২
শিরোনাম: যদি, মরমে লুকায়ে রবে


   মিশ্র খাম্বাজ
কাওয়ালী
যদি, মরমে লুকায়ে রবে, হৃদয়ে শুকায়ে যাবে,
কেন প্রাণভরা আশা দিলে গো?
তব, চরণ-শরণ-তরে, এত ব্যাকুলতা-ভরে,
কেন ধাই, যদি নহি মিলে গো?
পাপী তাপী কেন সবে, তোমারে ডাকিয়া ক’বে,
মনোব্যথা তুমি না শুনিলে গো?
যদি, মধুর সান্ত্বনা-ভরে, তুমি না মুছাবে করে
কেন ভাসি নয়ন-সলিলে গো?
আনন্দে অনন্ত প্রাণ, করিছে বন্দনা-গান,
অবিশ্রান্ত অনন্ত নিখিলে গো;
ওগো, সকলি কি অর্থহীন? শূন্য, শূন্যে হবে লীন?
তবে কেন সে গীত সৃজিলে গো?
এতই আবেগ প্রভু, ব্যর্থ কি হইবে কভু,
একান্ত ও চরণে সঁপিলে গো?
যদি, পাতকী না পায় গতি, কেন, ত্রিভুবন-পতি,
পতিত-পাবন নাম নিলে গো?