বিষয়:
রজনীকান্ত সেনের গান।
গান সংখ্যা: ২৪৭
শিরোনাম: যামিনী হইল ভোর
কীর্তনের সুর−কাওয়ালী
যামিনী হইল ভোর,
বুকের শোণিত মোর
লোহিত হইবে ঊষাকেশ গো!
আমারি জীবন ল’য়ে,
কৈলাস সজীব হ’য়ে,
তোমা পেয়ে, করিবে উল্লাস গো!
আমারি নয়ন-বারি
পূরিয়া কলসী, ঝারি,
সপল্লব, যাত্রার মঙ্গল গো;−
দুয়ারে রাখিবে সবে,
আঙ্গিনাতে তুমি যবে
বাড়াইবে চরণকমল গো;−
সচ্ছিদ্র মরম মম
বরণের ডালা সম,
তাই দিয়ে তোমারে ধরিব গো;
প্রজ্বলিত পঞ্চপ্রাণ,
পঞ্চপ্রদীপ সমান,
যাত্রাকালে দক্ষিণে ধরিবে গো।
আমারই রোদনধ্বনি
শুনিবি, মা, ত্রিনয়নি!
যাত্রার মঙ্গল-বাদ্য রূপে গো;
তৃষিত নয়ন মোর,
পথের প্রহরী তোর,
সাথে সাথে যাবে চুপে চুপে গো।
উমা, তুই মহামায়া,
অনাদি কালের জায়া,
রাখ্ আজ নিশারে ধরিয়া গো;
জননীর অনুরোধ;
কর্ কালচক্ররোধ,
কাঁদে কান্ত, চরণে পড়িয়া গো।