বিষয়: রজনীকান্ত সেনের গান।
গান সংখ্যা:
২৪৯
শিরোনাম: যে দিন উপজিবে


  বসন্ত মিশ্র
একতালা
যে দিন উপজিবে শ্বাসকষ্ট;
বায়ু-পিত্ত-কফের নাড়ী হয়ে ক্ষীণ,
হবে নিজ নিজ স্থান-ভ্রষ্ট।
ইচ্ছাশক্তির ক্রিয়া থাক্‌বে না হাত-পায়ে,
রসনা হবে আড়ষ্ট;
যকৃত, প্লীহা, হৃৎপিণ্ড, পাকস্থলী,
মূত্রাশয় হবে দুষ্ট;
বাইরের প্রতিবিম্ব পড়্‌বে না নয়নে,
হবি কাল-তন্দ্রাবিষ্ট;
কানের কাছে কামান দাগ্‌লে শুন্‌বি নারে,
প'ড়ে রইবি যেন সরল কাষ্ঠ!
গায়ে ঠেসে ধর্‌লে জ্বলন্ত অঙ্গার,
'উহু' বল্‌বি না নিশ্চেষ্ট;
কেবল, বুকের কাছে একটু থাক্‌বেরে ধুক্‌ধুকি;
আর, ঈষৎ নড়্‌বে শুষ্ক ওষ্ঠ।
মাথা চিরে দিবে সদ্য কালকূট
কিন্তু হায়রে, বিধাতা রুষ্ট,
শেষ ঔষধের ক্রিয়া বিফল হ'লে, বৈদ্য
জবাব দিয়ে যাবে স্পষ্ট।
দাসদাসী পত্নী-পুত্র-পুত্রবধূ

আদি পরিজনপুষ্ট

মলমূত্রে, কফে, জ'ড়ে প'ড়ে, রবে,
এই, সোনার শরীর পরিপুষ্ট।
"ধনে প্রাণে বিনাশ ক'রে গেলে" ব'লে,
কাঁদ্‌বেন পুত্র পিতৃনিষ্ঠ;
আর আমরণ বৈধব্যের ক্লেশ ভেবে পত্নী
কাঁদ্‌বেন পার্শ্ব-উপবিষ্ট।
পণ্ডিতেরা বল্‌বেন, "প্রায়শ্চিত করাও,
একটু রক্ত হয়েছিল দৃষ্ট;
একটা গাভী এনে, ত্বরা করাও বৈতরণী,
বাঁচামরা সব অদৃষ্ট"!
ঘরে, তেল, চূর্ণ, চটি, পাঁচন, প্রলেপ, বটী,
কবল, ঘৃত, আর অরিষ্ট,
তুলসী, বেলের পাতা, মধু, পিঁপুল, আদা
সবি বিফল, সবই নষ্ট।
কান্ত বলে, ভ্রান্ত মনরে, বলি শোন্,
এখন, লাগছে না এ কথা মিষ্ট;
কিন্তু সকল সত্যের চেয়ে এইটে সত্যি কথা,
দিন তো গেল, ভাব্‌রে ইষ্ট।