বিষয়:
রজনীকান্ত সেনের গান।
গান সংখ্যা: ২৫২
শিরোনাম: যে পথে, মরা ছেলে
বাউল−গড়খেমটা
যে পথে, মরা ছেলে, যাচ্ছে নিয়ে শ্মশানঘাটে
দিয়ে ‘হরিবোল’!
সেই পথে, আস্ছ নিয়ে, বিয়ে দিয়ে, ছেলে আর বউ,
বাজিয়ে রে ঢোল!
যে পথে, হরি প্রেমে, নেচে গেয়ে, যাচ্ছে ভক্ত,
বাজিয়ে রে খোল;
সেই পথে, শুঁড়ির বাড়ী, তাড়াতাড়ি, যাচ্ছে রে, মন,
আচ্ছা পাগল!
যে পথে, বিষয়ত্যাগী, প্রেমবিরাগী, আস্ছে কাঁধে
ফেলে কম্বল;
সেই পথে, টেড়ি কেটে, চেন ঝুলিয়ে, যাচ্ছে, হাতে
মদের বোতল!
ওরে, গীতাপাঠের সভায় কার কি, ক’র্বে চুরি,
ভা’ব্ছ কেবল;
কান্ত কয়, আর ব’লো না, আর হ’লো না, কবে হ’লে
কায়া-বদল।
প্রেক্ষাপট: এই গানটির রচনা সম্পর্কে শান্তিলতা দেবী রজনীকান্তের গান প্রবন্ধে লিখেছেন−
'একদিন সন্ধ্যার সময় রজনীকান্ত ও তাঁর স্ত্রী হিরন্ময়ী দেবী বসে আছেন বাইরের বৈঠকখানার ঘরের বারান্দায়। হিরন্ময়ী দেবী বললেন, "দেখো, এই একটু আগেই এই পথ দিয়ে অনেক লোক হরিধ্বনি দিয়ে একটা মৃতদেহ ফুল দিয়ে সাজিয়ে নিয়ে গেল, দেখে বড় কষ্ট হল আমার। আবার তারপরই− ওই পথেই পাল্কি করে বাজনা বাজিয়ে আলোয় ঝলমল করে সাজিয়ে আতসবাজী পুড়িয়ে বর চলেছে বিয়ে করতে। কত লোক কত হাসি− এই একই পথে। দেখ ঈশ্বরের কি বিচিত্র লীলা।" শুনে রজনীকান্ত সামান্য হাসলেন। পরদিন ভোরে দেখা গেল রজনীকান্তের টেবিলে একটা গান লেখা রয়েছে− "যে পথে মরা ছেলে'।
[সূত্র: শান্তিলতা দেবী। দেশ, বিনোদন, ১৩৯১।]