বিষয়:
রজনীকান্ত সেনের গান।
গান সংখ্যা: ২৫৩
শিরোনাম: যেখানে সে দয়াল আমার
মিশ্র ঝিঁঝিট−জলদ একতালা
যেখানে সে দয়াল আমার
ব’সে আছে সিংহাসনে,
সেখানে তো হয় না যাওয়া
পাপ-কণিকা নিয়ে মনে।
আছে ভাল-মন্দ ছেলে
কারুকে সে দেয় না ফেলে;
শুধু প্রেমের আগুন জ্বেলে,
পুড়িয়ে নেয় সে আপন জনে।
আগুন জ্বেলে, মন পুড়িয়ে,
দেয় গো পাপের খাদ উড়িয়ে,
ঝেড়ে ময়লা-মাটি, ক’রে খাঁটি,
স্থান দেয় অভয়-শ্রীচরণে।
সেই আনন্দ-মন্দির মাঝে,
আনন্দ-সঙ্গীত বাজে,
নাহি ব্যথা, অশ্রু, বিষাদ,
(সে) সদানন্দ নিকেতনে।
দেখ্ কেমন তার ভালবাসা,
মিটায় আনন্দ-পিপাসা,
আগে, না পোড়ালে খাদ র’য়ে যায়,−
সে আনন্দ পাবে কেমনে?