বিষয়: রজনীকান্ত সেনের গান।
গান সংখ্যা:
২৫৫
শিরোনাম: যোগ কর প্রাণ মনে


  কালেংড়া
আড়খেম্‌টা
যোগ কর প্রাণ মনে;
আর কাজ কি ভবের ভাগ-পূরণে?
হ'য়ো না কাতর বিয়োগে হাস্‌বে লোকে,
দেখে শুনে!
আগে নে' মনকষা কসি',
করিস্‌নে মন-কসাকসি,
সরল কর্‌বে জটিল রাশি থাকিস্‌‌‌‌‌নে বসি'
ভবের, মিথ্যা-মিশ্র-সঙ্কলনে।
লঘিষ্ট-গরিষ্ট-ভেদে,
কেন মিছে মরিস্ কেঁদে,
ম'জে আছ ভগ্নাংশতে, কোন্ রসেতে?
চল শুভঙ্করীর নিয়ম মেনে।
কাজ কি রে তোর সের ছটাকে
শিখে নে রে পরিমিতির নিয়মটাকে;
রাখ, চতুর্ভুজের গুণটি জেনে।
কর হৃদি, -ক্ষেত্র কালী;
সার ভবক্ষেত্রে, কালী;
তোর জ্ঞান-নেত্রে কালী কে দিলে রে ঢালি';
তাইতে, ঠিকের ঘরটা ঠিক দেখিনে।
কান্ত বলে ব্যাপার বিষম,
ভুলে আদি যোগের নিয়ম,
পৌনঃপুনিক হচ্ছে জনম, ও মন অধম!
এবার, পরীক্ষাতে পাস পাবিনে।