বিষয়: রজনীকান্ত সেনের গান।
গান সংখ্যা:
২৫৬
শিরোনাম: রূপসি নগর-বাসিনি


রূপসি নগর-বাসিনি!’
শূন্য-কক্ষে কেন একাকিনী, বিষাদিনী!
দীন-নয়নে বিফল-শয়নে, কার পথ চাহি, মানিনি?
দীপ মলিন, শুষ্ক মালিকা,
মূক মূখর শুষ্ক-সারিকা,
যতন-হীনা, নীরব বীণা, কর-পরশ-পিপাসিনী।
শিশির-সিক্ত আম্র-কাননে,
বাজিছে প্রভাতী বিহগ-কূজনে,
ধীরে ধীরে জাগে ঊষা, কনক-জলদ-কিরীটিনী;
তন্দ্রাহীন যুগল নয়নে,
মন্দাকিনী ঝরিছে সঘনে,
জীবন-মরণ, কার চরণ আশে, বিফল যামিনী?