বিষয়: রজনীকান্ত সেনের গান।
গান সংখ্যা:
২৫৯
শিরোনাম: লোকে বলিত তুমি আছ


  মিশ্র বিভাস
ঝাঁপতাল
লোকে বলিত তুমি আছ,
ভেবে দেখিনি আছ কি না,
তখন আমি বুঝিনি, প্রভু,
নাস্তি গতি তোমা বিনা
তোমারি গৃহে বসতি করি,
খেয়েছি তোমারি অন্ন,
তোমারি বায়ু দিতেছ আয়ু,
বেঁচে আছি তোমারি জন্য;
ক্ষুধা হ’রেছে তব ফলে,
পিপাসা গেছে তব জলে;
সে কি ভুল, যে ভুলে ভুলে’
প্রভু, তোমারি নাম করি না!
তোমারি মেঘে শস্য আনে,
ঢালি’ পীযুষ-জল-ধারা,
অবিরত দিতেছে আলো,
তোমারি রবি-শশি-তারা,
শীতল তব বৃক্ষছায়া,
সেবে নিয়ত, ক্লান্ত কায়া,
(তবু) তোমারি দেওয়া মন র’য়েছে
ভুলে তোমারি গুণ-গরিমা।