বিষয়:
রজনীকান্ত সেনের গান।
গান সংখ্যা: ২৬০
শিরোনাম: শমন-ভয়-হর
বসন্ত−ঝাঁপতাল
শমন-ভয়-হর, পরম-শরণ-ভবধর!
(তব) চরণ-তল-পরশ-ফল্-ভয়-বর-লব।
সবল কর অবশ মন, হর সকল ধন জন,
অঘ-অনল-দহন-ভয়-হরণ-পদ তব।
সকল-খল দলন কর! অধম তব ভঞ্জন-পর,
জনম, তব তনয়-ভয়, মরণ-কলরব।
ভকত যত সদন-গত, সরল মন গমন-পথ,
(মন) গহন-বন চরণ-রত, সদয়, কত সব?
অনবরত নয়নজল, সকল মম করম ফল,
হত ধরম-চরম বল, সরম কত কব?