বিষয়:
রজনীকান্ত সেনের গান।
গান সংখ্যা: ২৬১
শিরোনাম: শরদাগমনে নগরবাসিজনে
মিশ্র বিভাস−একতালা
শরদাগমনে নগরবাসিজনে
প্রতিদিন এসে এসে বসে দলে দলে;
নাই অন্য বারতা, শুধু, মা, তোর কথা
পূর্ণ গিরি-ভবন, হর্ষ কোলাহলে!
কেউ বা বলে, “আমার চিররুগণ্ ছেলে
মা আস্ছেন সংবাদে নূতন জীবন পেলে;
দিব্য কান্তি তার, কি দয়া উমার।
ব্যাধিমুক্ত হ’ল মায়ের নামের বলে”!
কেউ বলে, “ভাই, আমার সারা বরষ-ভ’রে
বাগানের গাছগুলি গিয়েছিল ম’রে;
মায়ের আস্বাব কথা বোঝে কেমন ক’রে
(তারা) সজীব হ’য়ে সাজ্ল পল্লবে, ফুলে ফুলে!”
কেউ বলে, “মা এলে প’ড়্ব শ্রীচরণে,
ব’লব্ যেতে হবে এ দীনের ভবনে;
নিয়ে গিয়ে মায়, জবা দিব পায়,
দেখ্ব মায়ের চিত্ত গলে কি না গলে!”
কুম্ভকারের দণ্ড, ছুতোরের বাটাল,
তন্ত্তবায়ের মাকু, চাষীর লাঙ্গল-হাল
ছোঁয়াবে চরণে, পদরজের গুণে
ব্যবসায়ে নাকি কেবল সোনা ফলে।
কান্ত বলে, সুধার চির-প্রস্রবণ
চরণের গুণ করবে শ্রবণ;
করবে মনন, কররে কীর্ত্তন
অনন্ত আনন্দ পাবে করতলে।