বিষয়:
রজনীকান্ত সেনের গান।
গান সংখ্যা: ২৬২
শিরোনাম: শারদ-শশি-রুচির-বরণ
বেহাগ−একতালা
শারদ-শশি-রুচির-বরণ, সজ্জন-চিত-কুমুদ-রমণ
সুন্দর, মনো-নন্দন, জন-বন্দন, অধিরাজ!
বিকশিত-সুখ-কুসুম-পুঞ্জ-রাজিত-নব-প্রেম-কুঞ্জ,
যুগল-প্রণয়-অমৃত ভুঞ্জ, মুঞ্চ বিফল লাজ!
আজি, জ্ঞান-ভকতি মিলিল রঙ্গে,
সিদ্ধি মিলিল ভজন সঙ্গে,
মিশিল তটিনী সুখ তরঙ্গে,
শান্ত-সিন্ধু-মাঝ,−
প্রণয়ি-যুগল-কুশল-দাত্রী, প্রেম-গীতি-মুখর-রাত্রি!
নব-জীবন-জলধি-যাত্রী, হরষে কর বিরাজ!
প্রেক্ষাপট: পুঠিয়ার রাজার বিবাহ
উপলক্ষে এই গানটি রচনা করেছিলেন।
[সূত্র: রজনীকান্তের
গান। শান্তিলতা দেবী। দেশ, বিনোদন, ১৩৯১।]