বিষয়: রজনীকান্ত সেনের গান।
গান সংখ্যা:
২৬৩
শিরোনাম: শুন্‌তে পাই, মা


  সাহনা
ঝাঁপতাল
শুন্‌তে পাই, মা, হরের ঘরে
অন্ন নাই, সে ভিক্ষা করে,
সারা রাত শ্মশানে থাকে,
ভস্ম মাখে, অজিন পরে।
যোগ করে, আর চাহে সিদ্ধি,
চায় না অন্য সুখ-সমৃদ্ধি,
হাড়ের মালা কণ্ঠে দোলায়,
সাপ রাখে, মা, জটা ভ'রে।
ওমা, উমা, তোর কি সাজা!
শিব নাকি সব ভূতের রাজা?
নিত্য নাকি যোগ শিখায়, মা,
যোগিনী সাজায়ে তোরে?
অশন-শূন্য শিবের গেহ,
ভূষণ-শূন্য সোনার দেহ,
(তাতে) সতীনের ঘর, কথা শুনে
সারা বরষ অশ্রু ঝরে।
কান্ত কয়, গিরি-মহিষি!
হর-গৌরী মেশামিশি,
ওরা যে পুরুষ-প্রকৃতি,

কন্যা দিলে যোগ্য বরে।