বিষয়:
রজনীকান্ত সেনের গান।
গান সংখ্যা: ২৬৫
শিরোনাম: শুনিবে কি আর
বেহাগ-আড়াঠেকা
শুনিবে কি আর?
আর্য্যের সে দেব ভাষা নিত্য সুধাসার।
চতুর্ব্বেদ শ্রুতি স্মৃতি, গায় যার যশোগীতি,
কবীন্দ্র বাল্মিকী ব্যাস, সুপুত্র যাহার;
যে ভাষায় রচি’ মন্ত্র, দর্শন পুরান তন্ত্র,
ক’রে গেছে কত নব সত্য আবিষ্কার।
ভারতে জনম ল’য়ে, অশেষ লাঞ্ছনা স’য়ে
অনাদর অযতনে, কি দশা তাহার!
দেববালা অঙ্গহীন, কি বিষণ্ণ কি মলিন!
হেরিলে পাষাণ প্রাণ কাঁদে না তোমার?
অমৃত আস্বাস ভুলি’, ধরেছ বিদেশী বুলি,
বিদেশে চাহিয়া দেখ সম্মান তাহার;
তোমার নিজস্ব লয়ে, পরে যায় ধন্য হ’য়ে,
ফিরিয়া না দেখ তুমি, হায় কি বিকার!