বিষয়:
রজনীকান্ত সেনের গান।
গান সংখ্যা: ২৬৬
শিরোনাম: শ্যামল-শস্য-ভরা
ভৈরবী-কাওয়ালী
শ্যামল-শস্য-ভরা!
(চির) শান্তি-বিরাজিত, পুণ্যময়ী
ফল-ফুল-পুরিত, নিত্য-সুশোভিত,
যমুনা-সরস্বতী-গঙ্গা-বিরাজিত।
ধূর্জ্জটী-বাঞ্ছিত-হিমাদ্রি-মণ্ডিত,
সিন্ধু-গোদাবরী-মাল্য-বিলম্বিত,
অলিকুল-গুঞ্জিত-সরসিজ রঞ্জিত।
রাম-যুধিষ্ঠির-ভূপ-অলঙ্কৃত,
অর্জ্জুন-ভীষ্ম-শরাসন-টঙ্কৃত,
বীর প্রতাপে চরাচর শঙ্কিত।
সমগান-রত-আর্য্য-তপোধন,
রোগ-শোক-দুখ-পাপ-বিমোচন।
ওই সুদূরে সে নীর-নিধি−
যার, তীরে, দুখ-দিগ্ধ হৃদি
কাঁদে, ওই সে ভারত, হায় বিধি।