বিষয়: রজনীকান্ত সেনের গান।
গান সংখ্যা:
২৬৯
শিরোনাম: সবে সাজাইলে আঙ্গিনায়


   আলেয়া একতালা
সবে সাজাইল আঙ্গিনায়
ঋষি-নির্ব্বাচিত যাত্রার মঙ্গল,
শুক্ল ধান্য, আর নব দূর্ব্বাদল,
দীপ সুশোভল, রজত, কাঞ্চন,
পুষ্প, দধি, মধু তায়।
গঙ্গোদকপূর্ণ হেম-কুম্ভ শত,
পল্লবে, চন্দনে, সাজিয়াচে কত,
দিব্য স্ত্রী, ব্রাক্ষ্মণ; কেতু অগণন
উড়িছে দক্ষিণা বায়।
দ্বারের বাহিরে শত ধেনু, বৎস,
সিন্ধুর-প্রলিপ্ত, নানাজাতি মৎস্য,
বৃষ, অশ্ব, করী, রাখে শ্রেণী করি,
তারাও নিষ্পন্দ-প্রায়।
বন্দী চারণেরা রাজার ইঙ্গিতে,
কাঁদাইল সবে, বিদায়-সঙ্গীতে,
কি করুণ বাদ্য ঘোষিল নগরে!
“জননী কৈলাসে যায়!”
জগদ্ধাত্রী, যিনি পালেন অবনী,
রাণী দেন তাঁর বদনে নবনী,
নয়নে কজ্জ্বল, ললাটে সিন্দুর,
যাবক, রাতুল পায়।
“ভবের পথে হবে জীবের মঙ্গল,”
ব’লে, যে মা দেন পথের সম্বল,
তাঁরি পথের সম্বল রাণী দিলেন বেঁধে,
মায়ের লীলা বোঝা দায়।
করেন আশীর্ব্বাদ, নয়নের জলে,
“চিরজীবি হোক্ মৃত্যুঞ্জয়,” ব’লে,
বাম-পদধূলি, দেন মাথে তুলি’;
কান্ত সাথে যেতে চায়।