বিষয়: রজনীকান্ত সেনের গান।
গান সংখ্যা:
২৭৩
শিরোনাম: সুখের হাট কি ভেঙ্গে


    প্রসাদী সুর
সুখের হাট কি ভেঙ্গে নিলে!
মোদের মর্ম্মে মর্ম্ম রইল গাঁথা,
(এই) ভাঙ্গা বীণায় কি সুর দিলে!
দুঃখ দৈন্য ভুলে ছিলাম,
ডুবে আনন্দ-সলিলে;
(ওগো) দুদিন এসে দীনের বাসে,
আঁধার ক’রে আজ চলিলে।
(মোদের) কাঙ্গাল দেখে দয়া ক’রে
নয়নধারা মুছাইলে,
(আমরা) জ্ঞান-দরিদ্র দেখে বুঝি,
দু’হাতে জ্ঞান বিলাইলে!
(এই) শ্রেষ্ঠ দানের বিনিময়ে,
কি পাইবে ভেবেছিলে?
(ওগো) আমরা ভাবি দেবতা তুষ্ট,
প্রীতিভরা প্রাণ সঁপিলে!
পাওনি যত্ন পাওনি সেবা,
কষ্ট পেতে এসেছিলে!
(মোদের) প্রাণের ব্যাকুলতা বুঝে,
ক্ষমা ক’রো সবাই মিলে।
কি দিয়ে আর রাখ্‌বো বেঁধে,
রইবে না হাজার কাঁদিলে;
(শুধু) এই প্রবোধ যে হর্ষবিষাদ,
চিরপ্রথা এই নিখিলে!

প্রেক্ষাপট: ১৩১৫ বঙ্গাব্দে রাজশাহীতে অনুষ্ঠিত বঙ্গীয় সাহিত্য উপলক্ষে গানটি রচিত।
          [সূত্র: রজনীকান্তের গান। শান্তিলতা দেবী। দেশ, বিনোদন, ১৩৯১।]