বিষয়: 
রজনীকান্ত সেনের গান।
গান সংখ্যা: ২৭৬
শিরোনাম: সে যে পরম-প্রেম-সুন্দর
ভৈরবী। দাদরা
(সে যে) পরম-প্রেম-সুন্দর, জ্ঞান-নয়ন-নন্দন;
পুণ্য মধুর নিরমল, জ্যোতি জগৎবন্দন!
নিত্য-পুলকচেতন, শান্তি-চিরনিকেতন,
ঢাল-চরণে, রে মন, ভকতি-কুসুমচন্দন।
গ্রন্থভুক্তি
১. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, দ্বিতীয় খণ্ড, ১০ম গান [সাধারণ ব্রাহ্মসমাজ (১১ মাঘ ১৪০৭ বঙ্গাব্দ)]
		
		প্রাসঙ্গিক বিষয়: 
		
		 
		 
		
		সুরকার: 
		
		স্বরলিপিকার: 
 
		
		সঙ্গীত
		বিষয়ক তথ্যাবলী
		রাগ: ভৈরবী। দাদরা
		
		পর্যায়: 
		ব্রহ্মসঙ্গীত 
		
		
		গ্রহস্বর: সা