বিষয়:
রজনীকান্ত সেনের গান।
গান সংখ্যা: ২৭৯
শিরোনাম: সেই তমালের ডালে
পিলু-একতালা
সেই তমালের ডালে, মাধবী লতারে
গেছিলি, মা, তুলে দিয়ে;
সেই সুলগনে, যেন দু’জনার
হ’য়েছিল, উমা, বিয়ে।
ঐ যে মাধবী, ঐ সে তমাল,
জড়ায়ে, ঘুমায়ে ছিল এত কাল,
প্রতিপদ হ’তে পল্লবে, ফুলে,
কে রেখেছে সাজাইয়ে।
তোর নিজহাতে রোয়া চামেলী, বকুল,
এত ছোটো, তবু দিতেছে, মা ফুল;
ঐ তোর চাঁপা, ঐ সে যুথিকা
ফুল-ডালি মাথে নিয়ে।
ফল, ফুল, কিছু ছিল না উদ্যানে,
মনে হ’ত যেন মগ্ন তোর ধ্যানে;−
তোর আগমনে, নব জাগরণে
দিয়েছে, মা, জাগাইয়ে।
কান্ত বলে, রাণি, জেনে রাখ খাঁটি,−
বিশ্বের জীবন-মরণের কাঠি
ওরি হাতে থাকে,−কভু মেরে রাখে,
কভু তোলে বাঁচাইয়ে।