বিষয়: রজনীকান্ত সেনের গান।
গান সংখ্যা:
২৮০
শিরোনাম: সেথা আমি কি গাহিব


   গৌরী একতালা
সেথা আমি কি গাহিব গান?
যেথা, গভীর ওঙ্কারে, সাম ঝঙ্কারে,
কাঁপিত দূর বিমান।
যেথা, সুরসপ্তকে বাঁধিয়া বীণা,
বাণী শুভ্রকমলাসীনা,
রোধি’ তটিনী-জল-প্রবাহ,
তুলিত মোহন তান।
যেথা, আলোড়ি’ চন্দ্রালোক শারদ,
করি’ হরিগুণগান নারদ,
মন্ত্রমুগ্ধ করিত ভুবন,
টলাইত ভগবান।
যেথা, যোগীশ্বর-পুণ্যপরশে
মূর্ত্ত রাগ উদল হরষে;
মুগ্ধ কমলাকান্ত চরণে
জাহ্ণবী জনম পান।
যেথা, বৃন্দাবন-কেলিকুঞ্জে,
মুরলী-রবে পুঞ্জে পুঞ্জে,
পুলকে শিহরি’ ফুটিত কুসুম,
যমুনা যেত উজান।
আর কি ভারতে আছে সে যন্ত্র,
আর কি আছে সে মোহন মন্ত্র,
আর কি আছে সে মধুর কণ্ঠ,
আর কি আছে সে প্রাণ?