বিষয়: রজনীকান্ত সেনের গান।
গান সংখ্যা:
২৮১
শিরোনাম: সেথা সর্ব্বসত্তা বিদ্যমান


                    মিশ্র বিভাস-একতালা

সেথা সর্ব্বসত্তা বিদ্যমান;
অভাব কেমন ক'রে থাক্‌বে, মা, তার ঘরে?
         ভাবের রাজ্যে ভাবের আদান, আর প্রদান।

যার বিভূতির কণা পেয়ে এ সংসার
এত সুন্দর ব'লে করে অহঙ্কার,
বিশ্বের নয়নমণি, সকল শোভার খনি,
        (সে যে) জ্যোতির্ম্ময়, নিখিল-সৌন্দর্য্যের নিধান।

তার কেমনে, মা গো, থাকে জাতিকুল,
অজনক, অনাদি, অনন্ত, অমূল,
যার আদেশে গ্রহ চলে অহরহঃ,
        তার জন্ম-কোষ্ঠী কে করে নির্ম্মাণ?

ব্রহ্মা-নারদাদি সদা যুক্ত করে,
(মা তোর) ভিক্ষুক জামাতার কৃপাভিক্ষা করে,
এমন জামাই ভবে, কার মিলেছে কবে?
        সর্ব্বলোকে যার সর্ব্বোচ্চ সম্মান।

কান্ত বলে, তারা, রাণী আত্নহারা,
তোমায় পেয়ে কন্যাজ্ঞানে মাতোয়ারা;
সেবে কন্যাবোধে, ওর মুক্তি কে রোধে?
        (এই) অধমটাকে পায়ে দিবি কি না স্থান?