বিষয়:
রজনীকান্ত সেনের গান।
গান সংখ্যা: ২৮৬
শিরোনাম: স্বপ্নে পেতাম দেখা
মিশ্র বিভাস-একতালা
স্বপ্নে পেতাম দেখা, হা কপালের লেখা!
এ মূরতি, গৌরী, সে মূরতি নয়;
এ যে কি শান্ত, সুন্দর বিশ্ব-মনোহর
এ রূপে, সে রূপে, তুলনা কি হয়?
আকারে, আচারে, সব রকমে দুই,
(শুধু) বদন দেখে বুঝ্তাম, আমার উমা তুই;−
এ রূপ দেখে জগৎ দাঁড়ায় মুগ্ধ হ'য়ে,
সে রূপ দেখে পায়, মা নিদারুণ ভয়!
কভু দেখি, মা, তোর ঘোর রণবেশ,
দেহ কৃষ্ণবর্ণ, আলুথালু কেশ,
প্রলয়াগ্নি নাচে, ত্রিনয়ন-মাঝে,
বিধ্বস্ত মহেশ পদতলে রয়!
কভু দেখি, মা, তুই কেশরি-উপরে,
দশ হাতে অস্ত্র, দৈত্য পদে প'ড়ে;
রাঙ্গা পায়ে জবা, কি কব সে শোভা!
শূন্যে দেবগণ বলে, "জয় জয়"!
কান্ত বলে, রাণি, সর্ব্বরূপা তারা,
কন্যাস্নেহে তুমি তত্ত্বজ্ঞান-হারা;
মেলি' জ্ঞান-আঁখি, ঠিক দেখ দেখি
অনন্ত রূপিণীর রূপ বিশ্বময়!