বিষয়:
রজনীকান্ত সেনের গান।
গান সংখ্যা: ২৮৭
শিরোনাম: স্বস্তি! স্বাগত! সুধি
মিশ্ররামকেলি-কাওয়ালী
স্বস্তি! স্বাগত! সুধি, অভ্যাগত, জ্ঞান-পরব্রত
পুণ্য-বিলোকন;
বিদ্যা-দেবী-পদ-যুগ-সেবী, লোকনিরঞ্জন,
মোহ-বিমোচন।
লহ সবশাস্ত্র বিশারদ বর্গ
দীন-কুটিরে প্রীতির অর্ঘ্য;
দেব-প্রভাময়-অতিথি-সমাগমে, জীর্ণ উটজ, মরি,
আজ কি শোভন!
হে শুভ-দরশন, ভারত-আশা!
মুগধপ্রাণে নাহিক ভাষা;
ধন্য, কৃতার্থ, প্রসন্ন, বিমোহিত, দীন-হৃদয় লহ
হৃদয়-বিরোচন!
প্রেক্ষাপট: ১৩১৫ বঙ্গাব্দে রাজশাহীতে অনুষ্ঠিত বঙ্গীয় সাহিত্য উপলক্ষে
গানটি রচিত।
[সূত্র: রজনীকান্তের
গান। শান্তিলতা দেবী। দেশ, বিনোদন, ১৩৯১।]