বিষয়: রজনীকান্ত সেনের গান।
গান সংখ্যা:
২৯১
শিরোনাম: হরি বল্ রে মন আমার


   মিশ্র খাম্বাজ
কাওয়ালী
হরি বল্ রে মন আমার,
নবদ্বীপে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার!
এমন, বেয়াড়া মৌতাতের মাত্রা চড়িয়ে দিলে কে?
এখন দশ বছরের ডেঁপো ছেলে চশমা ধরেছে;
আর টেড়ি নইলে চুলের গোড়ায় যায় না মলয় হাওয়া,
আর, রমজান চাচার হোটেল ভিন্ন হয় না যাদুর খাওয়া।
হরি বল্ রে ইত্যাদি।
চব্বিশ ঘণ্টা চুরুট ভিন্ন প্রাণ করে আইঢাই,
আর, এক পেয়ালা গরম চা তো ভোরে উঠেই চাই;
সাহেবের, ঘুষি ভিন্ন বিফল নাসা, চাকরি ভিন্ন প্রাণ;
উপহারশূন্য সাপ্তাহিক আর প্রচারশূন্য দান।
হরি বল্ রে ইত্যাদি।
একটু, চুটকী ভিন্ন যায় না সময়, মদ নইলে বিরহ;
Football ভিন্ন হাড় পাকে না, হয় না কষ্টসহ;
গজটেক, কালো ফিতে নৈলে, পায় না
পোড়ার চোখে কান্না;
একটু পলান্ডুর সদগন্ধ ভিন্ন, হয় না মাংস রান্না।
হরি বল্ রে ইত্যাদি।
মাসিকপত্র আর কাটে না ছোট গল্প ছাড়া;
আর সাপ্তাহিকটে ভালো চলে গাল দিলে বেয়াড়া;
একটু, সাহেব ঘেঁষা না হ’লে,
আর হয় না পদোন্নতি;
সত্যাসত্য, দেখ্‌‌‌লে এখন চলে না ওকালতি।
হরি বল্ রে ইত্যাদি।
আদালতের কার্য্যে কেব্‌ল আমলাদের দাও খোঁসা;
আর, ভালো কাপড় গয়না ভিন্ন, যায় না গিন্নীর গোঁসা;
একবার বিলেত ঘুরে না এলে ভাই ঘোচে না গোজন্ম,
আর গিন্নীর ঝাঁটা নইলে শক্ত হয় না পৃষ্ঠের চর্ম্ম।
হরি বল্ রে ইত্যাদি।
একটু, এটা ওটা সেটা ছাড়া, জমে না যে মজা,
একটু, সেবাদাসী নৈলে আর তো হয় না কৃষ্ণভজা;
নাটক দেখ্‌তে নিষেধ ক’রলেই বাপ্‌টা হ’য়ে যান্ বদ;
এখন জ্বর ছাড়ে না বিনে একটু টাট্‌কা Chicken broth.
হরি বল্ রে ইত্যাদি।
বিজ্ঞাপনের চটক ভিন্ন ঔষধ কাটে কার?
আর, “এণ্ড কোম্পানী” নাম না দিলে
দোকান চলাই ভার;
এখন, ফল ফুল অলি চাঁদ ময়লা ভিন্ন হয় না পদ্য;
দেখো, কোনও ব্যাপারে যশঃ পাবে না
বিনে একটু মদ্য।
হরি বল্ রে ইত্যাদি।
ভালো হে চৈতন্য গোসাঞী, জিজ্ঞাসি এক কথা,
আবার, কৃষ্ণ-অবতারে প্রভু, গরু পাবেন কোথা?
আর, গৌর-অবতারে গোসাঞী, কিসে ছাইবেন খোল?
মৌতাতী এই কান্তের মনে সেই বেধেছে গোল!
হরি বল্ রে ইত্যাদি।
সংযোজন: