বিষয়: রজনীকান্ত সেনের গান।
গান সংখ্যা:
২৯৫
শিরোনাম: দুত্তোর, বড়ো দেক্ সেক্


   আলেয়া
একতালা
দুত্তোর, বড়ো দেক্ সেক্ লাগে,
দেসের কপালে মার দু’শ ঝ্যাঁটা।
কবে আসবেন কল্কী, বিলম্বে আর ফল কি?
দেখা দিলেই এখন ঘুচে যায় সব লেঠা।
বিলেত থেকে এল রসটা কি দারুণ!
বীর, কি বীভৎস, হাস্য কি করুণ,
সব কাজে ছেলেরা জিজ্ঞাসে ‘দরুণ’;
তর্কে পঞ্চানন, এয়ারকিতে জ্যাঠা।
পড়ে A, B, C, D,খায় বার্ডস্ আই,
মুখে বলে, “মাইরি যাদু! মরে যাই!”
মায়ের উপর চটা, বউকে বলে “ভাই”,
টেড়ির পাখ্‌না মাথে, চোখে চশ্‌মা আঁটা।
মায়ের স্বত্ব কেবল গুদোম-ভাড়া পাবেন,
old idiot বাপ্‌টা ব’সে খাবেন;
গিন্নী? হ্যাঁ-হ্যাঁ, ব’সে মাসোহারা লবেন,
কোমল করে কভু সয় কি বাট্‌না বাঁটা?
কলা-মূলো-খেকো মুনিগুলো ভ্রান্ত,
ক’রে গেছেন যত fallacious সিদ্ধান্ত,
ঈশ্বরের অস্তিত্বে, সন্দেহ নিতান্ত,
প্রকাণ্ড foolery পৌত্তলিকতাটা।
ছত্রিশ জেতের সঙ্গে আমোদ ক’রে খাওয়া,
(আর) সচকিতভাবে চতুর্দ্দিকে চাওয়া,
স্মৃতিরত্ন ম’শার ডাক-বাঙ্গলাতে যাওয়া,
আর বেমালুম চম্পট! বামুনটা কি ঠ্যাঁটা!
কলমাস্ত্রে উদ্ধার করেন হিন্দু nation,
ইঙ্গ-বঙ্গ-মিশ্র অদ্ভুত conversation,
অঙ্গ শৌচে জল নেয়া botheration,
গুরুদেবটা ছুঁচো, পুরুত পাজি বেটা!
উঠিয়ে দেয়া উচিত বিবাহ-পদ্ধতি,
সন্ধা-গায়ত্রীর হয় না সদর্থ-সঙ্গতি,
বক্তৃতা হাততালি, জাতীয় উন্নতি,
বুঝলি না রে কান্ত, কপালের দোষ সেটা।