বিষয়:
রজনীকান্ত সেনের গান।
গান সংখ্যা: ২৯৬
শিরোনাম: বুয়ারে ইংরেজে, যুদ্ধ বেধে গেছে
মিশ্র ইমন−তেওড়া
বুয়ারে ইংরেজে, যুদ্ধ বেধে গেছে
নিত্য আসিতেছে খবর তার;
আজ্কে এরা ওরে গুঁতুলে বেড়ে ক'রে,
কাল্কে ওরা ধ'রে জবর মার!
ভীষণ কি তুমুল কাণ্ড গো্লমেলে!
আমরা করি হেথা যুদ্ধ বোলচেলে;
তর্কে হেরে গেলে, মাথায় ঘোল ঢেলে,
ধরিয়ে চৈতন, করি দেশের বা'র।
কামান ছোঁড়ে তারা, সঙ্গীনে মারে খোঁচা,
প্রাণটা ধাঁ ক'রে বেরিয়ে যায় সোজা;
কাগজে পড়ি যবে এ সব বিবরণ,
ধড়াস্ ক'রে উঠে প্রাণটা কি কারণ!
চ'মকে উঠি রেতে দেখিয়ে কুস্বপন,
ঘুমটি ভেঙ্গে, ভয়ে রাত কাবার!
আমরা কোথায় আছি, লড়াই কোথা হয়,
তবু এ প্রাণে যেন সদাই ভয় হয়!
খবরগুলো যেন, কামান গোলা নিয়ে,
কানের কাছে এসে যায় গো ফেলে দিয়ে;
নয়ন মুদে দেখি, শোণিত নদী, একি!
কে যেন ব'লে যায়, 'খবরদার!'
সোনার খনি দিয়ে বল কি হবে বাবা;
থাক্লে ধড়ে প্রাণ, অনেকখানি পাবা;
কেন এ কাটাকাটি, পরাণ বধাবধি?
কেন এ খোঁচাখুঁচি, রক্তে নদানদী?
অনেক দেশ আছে;−প্রাণটা যদি বাঁচে,
খুঁচিয়ে কেন কর সেটাকে বা'র?
শ্বশুর, শালী, শালা, শাশুড়ী, মাগ, ছেলে,
বহুত মিলে যাবে, প্রাণটা বেঁচে গেলে;
পালিয়ে এস চ'লে ও কচু দেশ ফেলে,
দুঃখ যাবে ক'ছিলিম তামাক খেলে,
চেহারা যাবে ফিরে, বেরোবে কালশিরে
ভুঁড়িটে যাবে বেড়ে, চমৎকার!