বিষয়:
রজনীকান্ত সেনের গান।
গান সংখ্যা: ৩০১
শিরোনাম: তোরা আয়রে ছুটে আয়
তোরা আয়রে ছুটে আয়−
ঘুমের মা আজ জেগে উঠে ছেলে দেখতে চায়॥
ঝরা ফুল বেলের পাতা নোয়া সাত কোটি মাথা
প্রাণের ভক্তি দেহের শক্তি ঢালরে মায়ের পায়॥
মা যে ভাই ঢের কেঁদেছে
কেঁদে কেঁদে বুক বেঁধেছে
আঁখির কোণে আজকে একটু হাসির রেখা ভায়
এমন দিন আর কি পাবি
হেলা করে তাই হারাবি
থাক্ পড়ে সব ছোটো ‘স্বার্থ যোগ যে বহে যায়’॥
বল্ জয় শুভঙ্করী জয় রাজ রাজেশ্বরী
দীন দুখিনী ভিখারিণী কে বলে আজ মায়।
ছোটো বড়ো কেউ থেকো না
পিছু থেকে কেউ ডেকো না
জয় মা, বলে সাতকোটি সুর উঠুক মায়ের গায়॥